বাংলাদেশের খবর

আপডেট : ০৬ May ২০২০

করোনায় আরেক পুলিশ সদস্যের মৃত্যু


করোনায় আক্রান্ত হয়ে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক মারা গেছেন আজ। এ নিয়ে করোনায় বাংলাদেশ পুলিশের ছয়জন মারা গেলেন।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া পুলিশ সদস্যের নাম রঘুনাথ রায়। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের দক্ষিণ বিভাগের আলফা কোম্পানিতে কর্মরত ছিলেন।

বুধবার সকাল সাড়ে আটটার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে, শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। রঘুনাথ রায়ের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি দুই সন্তানের পিতা। পুলিশের ব্যবস্থাপনায় রঘুনাথ রায়ের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ পুলিশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১