আপডেট : ০৪ May ২০২০
করোনাভাইরাসে প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির খোকনের স্ত্রী শারমিন সুলতানা রিনার অবস্থার অবনতি হয়েছে। করোনায় আক্রান্ত শারমিনের অবস্থার অবনতি হলে রোববার দিবাগত রাত ২টার পর আইসিইউতে নেওয়া হয়। উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে তাকে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. শাহেদ। মো. শাহেদ বলেন, ‘শারমিন আপার শারীরিক অবস্থা খারাপ হলে চিকিৎসকরা আইসিইউতে নেওয়ার সিদ্ধান্ত নেন। রাত ২টা ১০ মিনিটের দিকে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। তবে সাংবাদিক দম্পতির ছেলে আবির ভালো আছে।’ গত মঙ্গলবার রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান দৈনিক সময়ের আলোর সিটি এডিটর ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন। তার স্ত্রী ও সন্তানরাও করোনায় আক্রান্ত হয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১