আপডেট : ২৮ April ২০২০
রমজানে নিয়মিত ত্রাণ দিচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। আজ মঙ্গলবার লালবাগে ২৪ নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন খেলার মাঠে প্রায় ৫০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে রমজানে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ বিষয়ে হুমায়ুন কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার খাদ্যসামগ্রী সুষ্ঠুভাবে বণ্টন করছি। এর পাশাপাশি নিজস্ব অর্থায়নে সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী অসহায় মানুষদেরকে সহযোগিতা করছি। সার্বক্ষণিক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছি এবং সকলকে অনুরোধ করছি যাতে তারা ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে। দেশের এই সংকঠ মূহুর্তে নিজস্ব অর্থায়নে যেন গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ায়। সাহায্য করার ক্ষেত্রে শুধুমাত্র দলীয় দরিদ্র নেতা-কর্মীদেরকে যেন প্রাধান্য না দেওয়া সে বিষয়েও দিক নির্দেশনা দেন আওয়ামী লীগের এ নেতা। এ সময় আরো উপস্থিত ছিলেন লালবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান জামাল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোকাদ্দেস হোসেন জাহিদসহ অনেকে উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১