আপডেট : ২৬ April ২০২০
রংপুরের পাগলাপীর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও কমপক্ষে দশজন। পুলিশ জানায়, রোববার সকাল সাতটার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে ব্যাটারিচালিত দুটি অটোরিকশা কয়েকজন যাত্রী নিয়ে রংপুরের হাজির হাট যাচ্ছিলো। এসময় নগরীর পাগলাপীরে পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি ট্রাকের সামনের চাকা বিস্ফোরিত হয়ে অটোরিকশা দুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। নিহতদের লাশ পুলিশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার করে রংপুর মেডিক্যালে নেয়া হয়।
তাদেরকে রংপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১