আপডেট : ২৩ April ২০২০
"কাটলে ধান মজুরির সঙ্গে মিলবে ত্রাণ'' এমন ঘোষণা দিয়ে ধান কাটার শ্রমিক নিবন্ধনের কাজ শুরু করেছে সখীপুর উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার উপজেলার ৮টি ইউনিয়নে একযোগে শ্রমিক নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধন চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত। সখীপুর উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা জানান, করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষদের নাম নিবন্ধন করা হবে। প্রত্যেক দলে ১০ থেকে ২০ জন শ্রমিক কাজ করবে। তারা কৃষকের ধান কাটার কাজ করবে। যারা ধান কাটার তালিকায় নাম অন্তর্ভূক্ত করবে তাদের মজুরির সঙ্গে সরকারের ত্রাণ সহায়তাও দেওয়া হবে। শ্রমিকদের নিজ ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেন ইউএনও। উপজেলা কৃষি কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, আজ থেকেই শ্রমিক নিবন্ধন শুরু হয়েছে। আশা করছি আমাদের এ উদ্যোগ সফল হবে। তিনি বলেন, সখীপুরে প্রায় ১৩ হাজার ধান কাটার শ্রমিকের চাহিদা রয়েছে। কিন্তু করোনাভাইরাসের কারণে বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা আসতে পারছেন না। শ্রমিকের এ সংকট মেটাতে ব্যতিক্রমী এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে একদিকে কৃষকের ধান কাটা সহজ হবে অন্যদিকে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণির শ্রমিকরা মজুরির সঙ্গে বাড়তি খাদ্য সহায়তা পাবে। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শ্রমিক নিবন্ধনের কাজ সমন্বয় করবেন। কর্মহীন
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১