বাংলাদেশের খবর

আপডেট : ২১ April ২০২০

কারওয়ান বাজারে খুচরা বেচাকেনা বন্ধ


করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে রাজধানীর কারওয়ান বাজারে খুচরা বেচাকেনা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এর ফলে এখন থেকে এ বাজারে আর খুচরা কেনাকাটা করতে পারবেন না।শুধুমাত্র পাইকারি ব্যবসায়ীরা তাদের জন্য বেধে দেওয়া নির্দিষ্ট সময়ে বেচাকেনা করতে পারবেন।

আজ মঙ্গলবার তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত খন্দকার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খুচরা বিক্রেতারা এখন থেকে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে বসবেন। শাকসবজি এবং খাদ্যদ্রব্য পাইকারি ব্যবসায়ীদের রাত ৯টা থেকে রাত ২টার মধ্যে কাজ শেষ করতে হবে। আর মাছ বিক্রেতা এবং আড়তদারেরা ব্যবসার জন্য সময় পাবেন ভোর ৪টা থেকে সকাল ৯টা পযর্ন্ত।

বাজারে গাড়িগুলা ঢুকবে সিএ ভবনের পাশের গলি, ওয়াসা ভবনের সামনের গলি এবং হোটেল লা ভিঞ্চির সামনের গলি দিয়ে। আর বাজার থেকে বেরিয়ে যাবে পেট্রোবাংলা এবং টিসিবি ভবনের সামনের রাস্তা দিয়ে।

জানা গেছে, বাজারটিতে সামাজিক দূরত্ব বজায় না রেখেই বেচাকেনা হচ্ছিল। আর এলাকাতেই ৬ জন করোনা রোগী পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ব্যবসায়ী, বিক্রেতা ও কর্মচারীরাও রয়েছেন। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১