বাংলাদেশের খবর

আপডেট : ২১ April ২০২০

টাঙ্গাইলে দুই-ট্রাকের সংঘর্ষ, চালক নিহত


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হেলপারসহ আরও তিনজন। আজ মঙ্গলবার ভোররাতে টাঙ্গাইল সদর উপজেলার গোল্ল্যা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক ঠাকুরগাঁও জেলার মো. হোসেন আলী (৩০)। 

টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মো. সফিকুল ইসলাম জানান সাংবাদিকদের জানান, ‘ঢাকা থেকে মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-৮৩৪৭) ঠাকুরগাঁও যাওয়ার পথে ঘটনাস্থলে দাড়াঁনো একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-১১-৫৫৯১) পিছন থেকে ধাক্কা দেয়। এতে ওই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক নিহত হয়।’ 

আর হেলপারসহ আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১