আপডেট : ১৯ April ২০২০
সম্প্রতি বিশেষজ্ঞরা বলছেন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর ৮০ ভাগ বাড়িতেই চিকিৎসা নিতে পারবেন। আর শতকরা ৫ ভাগের জন্য দরকার হবে আইসিইউ। তাই করোনায় আক্রান্ত হলেই হাসপাতালে যেতে হবে না।
আইসোলেশন সেন্টার আর ঘরে বসেই চিকিৎসা নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে শনিবার (১৮ এপ্রিল) বিকেল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২২ লাখ ছাড়িয়েছে।
ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে ৫৪ হাজারের বেশি মানুষ।
বাংলাদেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিন। এ নিয়ে দেশে করোনায় মোট ২ হাজার ৪৫৬ জন আক্রান্ত হয়েছেন। মোট মৃত্যু হয়েছে ৯১ জনের।
বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসার ক্ষেত্রে সাধারণত কোনো ওষুধ লাগে না। শুধুমাত্র প্যারাসিটামল যদি জ্বর, সর্দি, ঠাণ্ডা লেগে থাকলে। আর যদি খুব খারাপ পর্যায়ে হয় তাহলে অবশ্যই আইসোলেশন বা হসপিটালাইজেশন এ যেতে হবে। আর আইসোলেশন বা হসপিটালাইজেশন লাগবে শতকরা ১০ থেকে ২০ ভাগ আর না হলে সর্বোচ্চ ১৫ ভাগ। যাদের তীব্র নিউমনিয়ার সমস্যা আছে যেমন শ্বাসের গতি মিনিটে ৩০ এর বেশি। আর যাদের ব্লাড প্রেশার ৯০ বা ৬০ এর নিচে আর যাদের কোভিড ১৯ এর তীব্র হওয়ার ঝুঁকি আছে তাদের অবশ্যই সর্তক থাকতে হবে।
সেক্ষেত্রে টেলি-মেডিসিনের পাশাপাশি আইসোলেশনের প্রস্তুতি আরো বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১