আপডেট : ১৯ April ২০২০
বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব আল্লামা জুবায়ের আহমেদ আনসারীর জানাজার নামাজে বিপুল জনসমাগম ঠেকাতে না পারায় এবার সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদ রানা ও সরাইল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল হককেও প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার সকালে পুলিশ সদর দপ্তর থেকে তাদেরকে প্রত্যাহারের আদেশ দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমান দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল শনিবার রাতে সরাইল থানার ওসি সাহাদাত হোসেনকে প্রত্যাহার করা হয়। জানাজায় জনশ্রোত ঠেকাতে যথাযথ ব্যবস্থা নিতে না পারায় তাকে প্রত্যাহার করা হয়। শনিবার সকাল ১০ টায় সরাইলের বেড়তলা এলাকার জামিয় রাহমানিয়া মাদরাসা মাঠে আলেম জুবায়ের আহমেদ আনসারীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় লাকো লাখো মুসল্লির সমাগম হওয়ায় মাঠে জায়গা না পেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের অন্তত দুই কিলোমিটার অংশে নামাজ পড়েন মানুষজন। লকডাউন ভেঙে বিপুল এই জনমাগমের ঘটনায় জেলাজুড়ে সমালোচনার ঝড় শুরু হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১