বাংলাদেশের খবর

আপডেট : ১৯ April ২০২০

করোনা নিয়ে গুজব ছড়ালে জরিমানা সাড়ে ৪ লাখ


মহামারি করোনা ভাইরাস বিপর্যস্ত করে তুলেছে পুরো বিশ্বকে। কীভাবে এই ভাইরাস থেকে মুক্ত হওয়া যায় তার চেষ্টা চলছে দেশে। এদিকে করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ভুল বার্তাও ছড়ানো হচ্ছে।


এ কারণে করোনা ভাইরাস সম্পর্কিত যেকোনো ভুল তথ্য ছড়ালে ২০ হাজার দিরহাম (৪ লাখ ৬০ হাজার টাকা প্রায়) জরিমানার বিধি চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। পাশাপাশি, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অন্যান্য স্বাস্থ্য সংস্থাগুলোকে ‘প্রকৃত তথ্য’ প্রকাশের দায়িত্ব দিয়েছে দেশটির সরকার।

শনিবার (১৮ এপ্রিল) আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানায়, যেকোনো ব্যক্তির জন্য মিথ্যা, বিভ্রান্তিকর বা সরকারিভাবে যে ঘোষণা দেয়া হয়নি সে ধরনের মেডিকেল তথ্য বা নির্দেশনা প্রিন্ট, অডিওভিজ্যুয়াল, সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে প্রচার বা প্রকাশনা নিষিদ্ধ করা হয়েছে।

মূলত করোনা ভাইরাস সম্পর্কিত গুজব প্রতিরোধেই এমন কঠোর ব্যবস্থা নিয়েছে আমিরাতের সরকার। দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ৩৭ জন। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩০২ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১