বাংলাদেশের খবর

আপডেট : ১৮ April ২০২০

ছোট বোনের সঙ্গে অভিমান করে বড় বোনের আত্মহত্যা!

নরসিংদী ম্যাপ প্রতীকী ছবি


ছোটবোনের সাথে কথা কাটাকাটির জেরে নরসিংদীর রায়পুরায় বড় বোন লিজা আক্তার (২৫) আত্মহত্যা করেছেন।

আজ শনিবার সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

লিজা আক্তার এক সন্তান নিয়ে কিছুদিন যাবৎ বাবার বাড়িতেই থাকছিলেন। 

স্থানীয় সূত্র জানায়, নজরপুর গ্রামের রাজমিস্ত্রি মোহাম্মদ আলীর মেয়ে লিজা আক্তার। তিন বোনের মধ্যে সবার বড় লিজা। পাঁচ বছর আগে তার বিয়ে হয় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়। স্বামীর একাধিক স্ত্রী থাকায় তিন মাস আগে লিজা তার তিনবছর বয়সী ছেলেকে নিয়ে বাবার বাড়ি চলে আসেন।

আজ শনিবার সকালে ছোট বোন রিমাকে নিয়ে রুটি তৈরী করেন লিজা। নাস্তা করার সময় দুই বোনের ঝগড়া হয়। এ সময় ছোট বোনের কথায় অভিমান করে লিজা পাশের ঘরে ঢুকে গলায় ফাঁস নেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

রায়পুরা থানার এসআই কাজী ইকবাল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১