আপডেট : ১৮ April ২০২০
চলমান করোনা সঙ্কটে লকডাউন আর কোয়ারান্টাইনে সবাই ঘরে পর্যাপ্ত খাবার মজুত করছেন। চাল, আটা, ডালের মতো পাশাপাশি ব্রেকফাস্টের জোগাড় রাখাটাও খুবই জরুরি। বিশেষ করে যারা বাড়ি থেকে কাজ বা 'ওয়ার্ক ফ্রম হোম' করছেন। তাদের সুস্থতার জন্য এবং ক্ষুধা মেটানোর জন্য মাখন-পাউরুটি, পোহা, উপমা, মুসেলি বৌল, ওট, পরিজ খুব ভালো খাবার। সকালের ভরপেট জলখাবার সারাদিন শরীরকে শক্তি জোগায়। তবে কাজের চাপে অনেক সময়েই সকালে ভালো করে ব্রেকফাস্ট করা হয়ে ওঠে না অনেকের। তাই অল্প সময়ে পুষ্টিকর কিছু খেতে বেছে নিন এই খাবারগুলো- তালিকায় থাক ৯ খাবার: চা: কফি: জ্যাম: কর্নফ্লেক্স: পিনাট বাটার: ওটস: মুসেলি: ডালিয়া: সুজি: সূত্র : এনডিটিভি।
সকালের আলস্য কাটাতে এক কাপ ধোঁয়া ওঠা চা সবার লাগে। তাই বাড়িতে মজুত করে রাখুন টি ব্যাগ। যা সকালের খুব কাটিয়ে নিমেষে চাঙা করবে আপনাকে।
কেউ কেউ চায়ের বদলে কফির পক্ষপাতী। তাঁরা নিজেকে চাঙা রাখতে ঘুরেফিরে কফি পান করেন। তারাও কপির প্যাকেট কিনে রাখুন এই বেলা।
পাউরুটি, বিস্কুট, রুটিতে জ্যাম মাখিয়ে খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। অনেকেই তাই বাড়িতে নানা স্বাদের ফলের রস দিয়ে তৈরি জ্যাম কিনে রাখতে এবং খেতে পছন্দ করেন। তাঁরা কিনে ফেলুন জ্যাম এই দুর্দিনে। সকালে ভরপেট জলখাবারের জন্য।
যারা পেট ভরানোর পাশাপাশি পুষ্টির দিকেও খেয়াল রাখেন তাদের জন্য আদর্শ কর্নফ্লেক্স। দুধে ভিজিয়ে প্লেন বা চকোলেট স্বাদের কর্নফ্লেক্স খেতে পারেন। স্বাদু করতে তাতে মধু, ফলের টুকরোও যোগ করতে পারেন। এতে দুধ, কর্নফ্লেক্সের মধ্যে থাকা ভিটামিন, মিনারেলসের পাশাপাশি ফলের পুষ্টিও পাবে শরীর।
ভীষণ স্বাদু এই পিনাট বাটার জ্যামের পরিবর্ত হিসেবে দারুণ। পাউরুটি, বিস্কুট, রুটি বা স্যান্ডউইচে এটি মাখিয়ে খেতে পারেন। এর মধ্যে রয়েছে বাদামের পুষ্টিগুণ। যা আপনার পেশিকে শক্তিশালী করে। এই গুলি ছাড়া স্মুদিতেও পিনাট বাটার মিশিয়ে খেতে পারেন। একই উপকার মিলবে।
ওটস প্রোটিন বেশি এবং ফাইবারে সমৃদ্ধ হওয়ায় স্বাস্থ্যকর জলখাবার হিসেবে পরিচিত। মশালা ওট থেকে শুরু করে টক দই দিয়ে প্লেন ওটসও আপনি খেতে পারেন। এই জলখাবার বানানোও যায় অতি সহজে।
মুসেলি হ'ল ওটমিল ডিশ যা ওট, বাদাম, শুকনো বীজ এবং তাজা বা শুকনো ফলের মতো উপকরণে বানানো।সকালে উঠে একবাটি এই খাবার খেলেও পেট ভর্তি থাকে।
একটি বাটি ডালিয়াও প্রাতঃরাশের জন্য ভাল বিকল্প। ডায়েটার ফাইবার এবং প্রোটিনে ভরপুর এই উপাদান স্বাস্থ্যকর এবং ওজন কমাতে সহায়তা করে। ডালিয়ার সঙ্গে দুধ, পছন্দের ফল মিশিয়ে খেতে পারেন।
মিষ্টি সুজি কিংবা নোনতা উপমা খুব ভালো টিফিন। সবজি দিয়ে বানানো উপমা সকালে জলখাবারের খুব ভালো অপশন। এতে একফোঁটাও কোলেস্টেরল নেই। রয়েছে প্রচুর প্রোটিন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১