আপডেট : ১৮ April ২০২০
সেনাবাহিনীর নিজস্ব রেশন থেকে দুর্গম পাহাড়ি গ্রামে কর্মহীন, হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে রাঙ্গামাটি সেনা রিজিয়ন। শনিবার সকালে রাঙ্গামাটি রিজিয়নের জি টু আইন মেজর মো. মহিউদ্দিন ফারুকী কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে ও কলেজ গেইট এলাকায় অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন। এছাড়া রাঙ্গামাটি সরকারি কলেজে মাঠে হতদরিদ্র প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। প্রতি প্যাকেট ত্রাণে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি আটা, ২ কেজি ডালসহ পেঁয়াজ, তেল, লবণ ও সাবান রয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের মাঝে মাস্ক, শুকনো খাবার বিতরণ ও হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের মাঝে ফল বিতরণসহ জনসাধারণের স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও বাজার ব্যবস্থা মনিটরিংয়ে সকল প্রশাসনের সাথে এখনও মাঠে কাজ করে যাচ্ছে রাঙ্গামাটি সেনাবাহিনী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১