আপডেট : ১৬ April ২০২০
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাজিতপুর এলাকায় প্রথম শনাক্ত হওয়া করোনা রোগীকে গত শনিবার রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর তার স্ত্রী ও শিশু ছেলের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরের পাঠানো হলে শিশু ছেলের করোনা শনাক্ত হয়। তবে তার স্ত্রীর করোনা নেগেটিভ এসেছে। তারা এখন রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। রাজৈর স্বাস্থ্যা কমপ্লেক্সের কর্মকর্তা প্রদীপ মন্ডল বলেন, আমরা সার্বক্ষণিকভাবে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। চিকিৎসা চলাকালীন সময় তাদের প্রয়োজনীয় সবকিছু ব্যাক্তিগত ও হাসপাতাল থেকে দিচ্ছি। তাদের অবস্থা এখন অনেকটা ভালো। অতি দ্রুত তারা সুস্থ হয়ে উঠবে আশা করি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১