আপডেট : ১৪ April ২০২০
শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ডাকাত সদস্য নিহত হয়েছে। এ সময় মনির ও নাসির নামে ২ র্যাব সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৭ ভরি ওজনের বিভিন্ন প্রকার স্বর্ণালংকার উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার দুপুরের দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের ওবজগাঁও বাস স্ট্যান্ডের সামনে এই ঘটনা ঘটে। নিহত ডাকাত সদস্যের মধ্যে একজনের মাসুদ (৩৫) অপর ডাকাত সদস্যর নাম এখনও জানা যায়নি। র্যাব-২ এর কোম্পানী কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। র্যাব পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী আরো জানান, ডাকাতের দলটি শরীয়তপুর, বরিশালের মুরদী, চরপদ্মা, সখিপুর, জাজিরা দিয়ে নদীর পাড়ের গ্রামগুলোতে ডাকাতি করতো। গত পরশু রাতে গোসাইর হাট এলাকায় একটি টিনের বাড়িতে ডাকাতি করে। বাকি ডাকাত সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি বলেন, দুপুর সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেজগাঁও এলাকায় অভিযানে চালায় র্যাব সদস্যরা। এ সময় ডাকাতরা র্যাবের উপস্থিতি টের পেয়ে প্রথমে ফায়ার করে আত্মরক্ষার্তে র্যাবও পাল্টা ফায়ার করলে ডাকাতরা গুলিবৃদ্ধ হয়। উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠলে তারা মারা যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১