আপডেট : ১৪ April ২০২০
জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দিনাজপুরের বিরামপুরে আব্দুল বাকি নামে এক ব্যাক্তি নিহত ও গুরুতর আহত হয়েছে পাঁচজন। পূর্ব শত্রুতার জের ধরে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আব্দুল বাকী, মোস্তাফিজুর, মনিরুজ্জামান, আনজেমান, আব্দুল লতিফ ও মেজবাউল আহত হয়। আহতদের বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীর অবস্থা গুরুতর হওয়ায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে আব্দুল বাকি মারা যায়। বিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আগে থেকেই তাদের জমিজমা নিয়ে বিরোধ ছিল। উপজেলা চেয়ারম্যানের মধ্যস্থতায় স্থানীয় বৈঠকে লিখিত ভাবে আপোষ মীমাংসাও হয়েছিলো।
গতকাল সোমবার বিকেলে বিরামপুর উপজেলার ভবানীপুর মুন্সিপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১