আপডেট : ১৩ April ২০২০
টাঙ্গাইলের সখীপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাউল বিতরণে অনিয়মের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতাকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও তার ডিলারশিপের লাইসেন্স বাতিল করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা এ আদেশ দেন। ওই নেতার নাম আরিফ সরকার। সে সখীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কাকড়াজান ইউনিয়নের সাপিয়ারচালা এলাকার ১০ টাকা কেজি দরের চালের ডিলার। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হতদরিদ্রের জন্যে খাদ্যবান্ধব কর্মসূচির ১০টাকা কেজি দরের চালের ডিলার আরিফ সরকার বেশকিছু হতদরিদ্রকে ৩০ কেজি চাউলের পরিবর্তে ৩০০ টাকা করে বিতরণ করছিল। এছাড়া ওজনে কম দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। খবর পেয়ে উপজেলা তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা লিজা বলেন, হতদরিদ্রদের মাঝে চাল বিতরণে অনিয়ম ও ওজনে কম দেওয়ার অপরাধে আরিফ সরকারের লাইসেন্স বাতিল ও ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১