আপডেট : ১৩ April ২০২০
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে আরও ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এনিয়ে একদিনে দেড় হাজারেরও বেশি মানুষ মারা গেছে দেশটিতে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় ১৩১ জন বাংলাদেশিসহ মৃতের সংখ্যা বেড়ে ২২ হাজার ১০৫ জনে দাঁড়ালো। আক্রান্ত হয়েছেন সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা মনে করছেন, মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখায় আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কমছে। কিন্তু নিউইয়র্কে কোনো ভাবেই থামছে না মৃত্যুর মিছিল। গতকাল রোববারও বেশ কয়েকজন বাংলাদেশি মারা গেছেন সেখানে। এরমধ্যে ভার্জিনিয়ায় মারা গেছেন এক বাংলাদেশি। নিউইয়র্কের বাইরেও বিভিন্ন স্থান হট স্পট হয়ে উঠেছে করোনা ভাইরাসের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে বড় ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। এজন্য সব অঙ্গরাজ্যের গভর্নরদের প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছেন ট্রাম্প। জানা গেছে, করোনার এই ভয়াবহতার মধ্যেই হয়তো মে মাসের প্রথম দিকেই সব ধরণের নিষেধাজ্ঞা তুলে নিতে পারেন ট্রাম্প।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১