আপডেট : ১৩ April ২০২০
নৌ পুলিশের ডিআইজি মো: আতিকুল ইসলাম এর নির্দেশে আজ থেকে নৌ পথের নিরাপত্তা, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নদীতে জনসাধারণের অবাধে চলাচল নিয়ন্ত্রণ এবং চলমান জাটকা সংরক্ষণ অভিযান জোরদার করার লক্ষ্যে নৌ পুলিশ মোট ৭ টি জাহাজকে প্রয়োজনীয় সংখ্যক স্পীড বোট, রশদ ও অস্ত্র শস্ত্র সহ নিম্ন বর্ণিত স্থান সমূহে মোতায়েন করেছে। নৌপুলিশের লিগ্যাল মিডিয়া এন্ড ট্রেনিং বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্থানগুলো হলো-মীর কাদিম,শীতলক্ষ্যা,ধলেশ্বরী,কলাগাছিয়া, গজারিয়া-২টি জাহাজ। হাইমচর,চররাজেশ্বর,হরিনা, নীলকমল -২ টি জাহাজ। পাটুরিয়া,আরিচা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাহাজগুলি বর্ণিত এলাকায় অবস্থান করে দায়িত্ব পালন করবে এবং সদস্যরা করোনা নিয়ন্ত্রণে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবে। জাহাজগুলোর পাশাপাশি স্থানীয়ভাবে নৌ পুলিশ স্টেশনের স্পীড বোট গুলো নিজস্ব জনবল নিয়ে কাজ করবে। এসময় সবাই সামাজিক দূরত্ব (৩ ফিট) মেনে চলবেন। এ সময় বড় বড় নৌযান বন্ধ থাকায় অনেকেই ছোট ছোট ট্রলারে করে নদী পার হতে চেষ্টা করছেন। যারা নিয়ম ভেঙে নদীতে যাতায়াত করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংলগ্ন পদ্মানদী - ১ টি লঞ্চ। হিজলা ও মেহেন্দি গঞ্জে মেঘনা নদীতে ২ টি জাহাজ।
উদ্দেশ্য নদীর বিভিন্ন পয়েন্টে জনসমাগম সীমিত রাখা এবং যথার্থভাবে লকডাউন রক্ষার্থে নজরদারি বৃদ্ধি করতে হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১