আপডেট : ১১ April ২০২০
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় স্বেচ্ছায় লকডাউন করেছেন স্থানীয়রা। পৌরসভার আফ্রাতপাড়া মহল্লাবাসী স্বেচ্ছায় লকডাউন ঘোষণা করছে। তারা মহল্লায় প্রবেশের সকল রাস্তা বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করেছে। তবে এই লকডাউন নিয়ে নানাজনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। লকডাউনের কারণে জরুরি রোগিবাহী অ্যাম্বুলেন্স কিংবা অন্যান্য খাদ্য বহনকারী গাড়ি চলাচল করতে পারছে না। এদিকে আফ্রাতপাড়ার নাপিতপাড়া এলাকায় মাদকসেবীদের আড্ডা বেড়েছে। প্রশাসনের পদক্ষেপ দাবি করেছেন মহল্লাবাসী। এদিকে উপজেলার সমাজ, নিমাইচড়া, নবীন, চরনবীন গ্রামের মানুষ নিজেরাই নিজেদের বাড়ি লকডাউন করেছেন। কারণ এসকল গ্রামে ৭০ জনের অধিক শ্রমিক চাঁদপুর ও মাদারীপুর থেকে ফিরেছেন। অতি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বের হচ্ছেন না। উপজেলার ছাইকোলা এলাকায় গুমানী নদীর উপর তৈরি বাঁশের সাঁকো তুলে দেওয়া হয়েছে। যাতে কেউ গ্রামে ঢুকতে না পারে। এর আগে উপজেলার কাটাখালী গ্রামকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১