আপডেট : ১১ April ২০২০
মাদারীপুরের কালকিনিতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক নারী মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। ৪৫ বছর বয়সী ওই নারীর বাড়ি কালকিনি উপজেলার রমজানপুরে। শুক্রবার রাতে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কালকিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আল বিধান মোহম্মদ সানাউল্লাহ বলেন, `ওই নারীর করোনাভাইরসের উপসর্গ রয়েছে খবর পেয়ে স্বাস্থ্য সহকারীরা তাকে কালকিনি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। `পরে রাত ১২টার দিকে তিনি মারা যান।' সিভিল সার্জন ডা.শফিকুল ইসলাম বলেন, ওই নারীর মধ্যে করোনাভাইরসের উপসর্গ ছিল বলে সন্দেহ করা হচ্ছিল। `তাই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে টি নিশ্চিত হওয়া যাবে।'
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১