আপডেট : ১১ April ২০২০
ফেনীতে ‘ত্রাণের অনিয়ম নিয়ে’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রতিবাদ স্বরুপ পোস্ট দেওয়ায় এক যুবককে পিটিয়ে আহত করা এবং তার ফার্মেসিতে ভাংচুর-লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার সমর্থকদের বিরুদ্ধে। আহত মো. ওমর (২৯) ফেনী জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন। তিনি সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছিদ্দিকুর রহমানের ছেলে। এলাকায় একটি ফার্মেসির ব্যাবসা করেছেন তিনি। শুক্রবার বিকালে আহত অবস্থায় ফেইসবুক লাইভে এসে নিজের অভিযোগের কথা বলেন ওমর। এরপর বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান মারধরের কথা অস্বীকার করে বলেছেন, তার বিরুদ্ধে ‘অপপ্রচার’ হচ্ছে। ওমর বলেন, “পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামে এক হতদরিদ্র বাবা-ছেলে ত্রাণ না পাওয়ায় আমি ফেইসবুকে পোস্ট দিয়ে ছিলাম। তাতে ক্ষিপ্ত হয়ে যুবলীগ নেতা আবু সুফিয়ানের অনুসারীরা আমাকে ডেকে নেয়। স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে আমাকে ফেইসবুকের পোস্টের আভিযোগে মারধর করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১