আপডেট : ১১ April ২০২০
সারাবিশ্বে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক লাখেরও বেশী মানুষের মৃত্যু হয়েছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার মধ্যরাত পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৭৭ হাজার ২৮৬ জন এবং মারা গেছেন এক লাখ এক হাজার ৫৭৭ জন। যার মধ্যে ৩ লাখ ৭২ হাজার ৪৩৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। করোনায় আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র এখন সবার ওপরে। দেশটিতে যুক্তরাষ্ট্রে শুক্রবার পর্যন্ত ৪ লাখ ৭৫ হাজার ৭৪৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ১৬ হাজারেরও বেশি। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মহমারি শুরু হওয়ার পর থেকে কোনো দেশে একদিনে এত মৃত্যুর ঘটনা এই প্রথম। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ হাজার ১০৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রে সবমিলিয়ে ১৮ হাজার ৬৯৩ জনের মৃত্যু হয়েছে, যার অর্ধেক মৃত্যু হয়েছে নিউইয়র্কে। একক দেশ হিসেবে করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটিতে ১৮ হাজার ৮৪৯ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছে এক লাখের বেশি মানুষ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১