বাংলাদেশের খবর

আপডেট : ১১ April ২০২০

করোনাকে পরাজিত করে বাড়ি ফিরলেন শতবর্ষী বৃদ্ধ


করোনাভাইরাসে হিমশিম খাচ্ছে গোটা বিশ্ব। এরই মধ্যে আশার আলো দেখালেন ইংল্যান্ডের ১০১ বছরের এক বৃদ্ধ। করোনা ভাইরাসকে পরাজিত করে বাড়ি ফিরলেন তিনি।

ওয়েস্ট মিডল্যান্ডসের ওয়াস্টেশায়ার কাউন্টির এই বৃদ্ধ হাসপাতালে দু’সপ্তাহ ধরে করোনাভাইরাসের সঙ্গে লড়েছেন। বিবিসি তার নাম কেইথ ওয়াটসন বলে জানিয়েছে।

ওয়াটসন সুস্থ হয়ে উঠলে হাসপাতাল থেকে ফেইসবুকে তার সঙ্গে চিকিৎসাকর্মীদের একটি ছবি পোস্ট করার পর সেটি ভাইরাল হয়েছে।

বিবিসি’কে ওয়াটসন জানান, তিনি ভাল আছেন। বুধবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

হোঁচট খেয়ে পড়ে গিয়ে পায়ে ব্যাথা পেয়ে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওয়াটসন। কিন্তু তারপরই তার বেশ জ্বর আসায় চিকিৎসাকর্মীরা সতর্কতামূলক ব্যবস্থা নেন।

ওয়াটসনের করোনাভাইরাস পরীক্ষা করে ফলও ‘পজিটিভ’ আসে। কোভিড-১৯ এ বয়স্করাই চট করে আক্রান্ত হন এবং তাদের এ রোগে মারা যাওয়ার ঝুঁকিও অনেক বেশি- স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সরকারি কর্মকর্তারা বরাবরই একথা বলে আসছেন এবং বয়স্কদের সাবধান করছেন।

তার মধ্যেই চমক দেখালেন ১০১ বছরের ওয়াটসন। এ বয়সেও একজন যোদ্ধার মতোই তিনি জয় করেছেন করোনাভাইরাসকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১