আপডেট : ১০ April ২০২০
করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি জাতীয় দলের ২৭জন ক্রিকেটার নিজেদের বেতনের অর্ধেক দিয়েছেন। বড়দের অনুসরণ করে এখন ছোটরাও এগিয়ে এসেছে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর তহবিলে অনুদান দিয়েছেন বিশ্বকাপজয়ী আকবররা। এক বিজ্ঞপ্তিতে কোয়াব জানায় বিশ্বকাপ জেতা যুব দলের সকল ক্রিকেটার, সংগঠক ও কর্মকর্তারা মিলে আড়াই লক্ষ টাকা কোয়াবের সহায়তা তহবিলে দান করার সিদ্ধান্ত নিয়েছেন। আর এ কথা নিশ্চিত করেন যুব দলকে নেতৃত্ব দেওয়া আকবর আলিও। এই নিয়ে করোনাভাইরাস মহামারির সময়ে বাংলাদেশের সকল পর্যায়ের ক্রিকেটাররাই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। শুরুতে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ও সাম্প্রতিক সময়ে জাতীয় দলে খেলা ক্রিকেটাররা মিলে দিয়েছিলেন এক মাসের বেতনের অর্ধেক। যার পরিমাণ প্রায় ২৬ লাখ টাকার মতো। এরপর প্রথম শ্রেণীর চুক্তিতে থাকা ৯১ ক্রিকেটারও তাদের এক মাসের বেতনের অর্ধেক দান করার সিদ্ধান্ত নেন। যা প্রায় ১০ লক্ষ টাকার মতো। করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে চলছে স্থবিরতা। বাংলাদেশও থমকে আছে অনির্দিষ্ট সময়ের জন্য। এতে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন সংকটে। তাদের পাশে দাঁড়ানো এবং চিকিৎসা সরঞ্জামে সহায়তার জন্য এই তহবিল করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১