আপডেট : ০৮ April ২০২০
করোনা ভাইরাসের প্রভাব মুক্ত রাখতে জনসমাগম রোধ করতে গিয়ে হবিগঞ্জের মাধবপুরে পুলিশ গুলিবিদ্ধ হয়েছে। আজ বুধবার দুপুর দেড় টার দিকে উপজেলার গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে বেশ কয়েকদিন যাবৎ অর্ধশত যুবক জড়ো হয়ে খেলাধুলা করে। এ খবর স্থানীয়দের পক্ষ থেকে পুলিশের কাছে গেলে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এ এস আই মোঃ শাহীন মিয়া সঙ্গীয় ফোর্স ও ইউনিয়ন পরিষদের চৌকিদারসহ জনসমাগম করতে বারণ করে। এতে ক্ষিপ্ত হয়ে দেবপুর গ্রামের নাছিম উদ্দিনের ছেলে নাঈমের নেতৃত্বে যুবকরা পুলিশ ও চৌকিদারের উপর চড়াও হয়। এমন পরিস্থিতিতে আত্মরক্ষার্থে এএসআই শাহীন মিয়া নিজের কোমর থেকে পিস্তল বের করতে গিয়ে তার বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে স্থানীয় জনগণ ও পুলিশের সহযোগীতায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাইমুনা আহত শাহীন মিয়াকে চিকিৎসা দেন। চৌমুহনী ইউনিয়নের গ্রামপুলিশ রফিক মিয়া জানান, এএসআই শাহিন আহমেদ ও একজন কনস্টেবল গিয়ে খেলতে বাধা দিলে যারা খেলাধুলা করছিল তারা পুলিশের উপর ক্ষিপ্ত হয়। এ সময় এএসআই শাহিন পিস্তল বের করার সময় গুলি লাগে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইকবাল হোসেন জানান, মিস ফায়ার থেকে তিনি গুলিবিদ্ধ হয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১