আপডেট : ০৮ April ২০২০
পটুয়াখালীর কলাপাড়ার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুত কেন্দ্র এলাকা ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন করা হয়েছে। বুধবার সকাল থেকে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে। মঙ্গলবারের মধ্যে সকল (দেড়সহস্রাধিক) বাঙ্গালী শ্রমিকের বেতনভাতা পরিশোধ করে বুধবার থেকে ছুটি কার্যকর করা হয়েছে। বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডসুত্রে (বিসিপিসিএল) এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে পাওয়ার প্লান্ট অভ্যন্তরে সহস্রাধিক চীনা নাগরিক অবস্থান করছেন। করোনার প্রভাব বিস্তার রোধে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেতনতামূলক এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিসিপিসিএল এর নির্বাহী প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান জানান, যদিও লকডাউন করে বাঙ্গালী শ্রমিকদের ছুটি দেয়া হয়েছে তারপরও পায়রা তাপ বিদ্যুত কেন্দ্র থেকে জাতীয় গ্রীডে বিদ্যুত সরবরাহসহ অপারেশনাল কার্যক্রম সচল থাকবে। উল্লেখ্য পায়রা তাপ বিদ্যুত কেন্দ্র থেকে এখন দৈনিক কমপক্ষে পাঁচশ’ মেগাওয়াট বিদ্যুত জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১