বাংলাদেশের খবর

আপডেট : ০৭ April ২০২০

রাজধানীতে কর্মহীনদের মধ্যে যুবলীগের খাদ্য সহায়তা


করোনা ভাইরাসের কারণে সবকিছু বন্ধ থাকায় দিনমজুর ও কর্মহীন মানুষের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ী ও কাঠালবাগান এলাকায় খাদ্যসামগ্রী ও ওষুধ বিতরণ করেছে যুবলীগ।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কর্মহীন অসহায় শ্রমজীবী মানুষের বাড়ি বাড়ি সোমবার (৬ এপ্রিল) খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু। এসময় প্রায় ৫০০ শতাধিক প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- চাল পাঁচ কেজি, ডাল এক কেজি, তেল এক কেজি, আটা দুই কেজি, আলু দুই কেজি, চিনি এক কেজি, সাবান দু’টি।

যাত্রাবাড়ী থানার কাজলারপাড়, সূতিখালপাড়, নতুন রাস্তা, কাজলা পানির পাম্প, নাসির উদ্দিন সড়কসহ বেশকিছু এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া এদিন কাঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার ১৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে করোনায় কর্মহীন গরিব অসহায়, সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে এসব বিতরণ করা হয়েছে বলে যুবলীগের পক্ষ থেকে জানানো হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১