আপডেট : ০৭ April ২০২০
করোনা পরিস্থিতি মোকাবিলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাইরের জেলা থেকে বরিশাল জেলায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিষয়টি মিডিয়া সেলের মাধ্যমে নিশ্চিত করেছেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। এর আগে করোনা ভাইরাস থেকে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীও একই নিষেধাজ্ঞা জারি করা হয়। এই আদেশের ফলে বরিশাল শহর ও এর আশপাশের জেলা গুলোতেও রাস্থায় লোকসমাগম অনেক কমতে শুরু করেছে।
দেশে করোনা ভাইরাস সংক্রমণে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ১২৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সরকারের গবেষণা প্রতিষ্ঠান, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১