বাংলাদেশের খবর

আপডেট : ০৬ April ২০২০

করোনায় 'জজ'-খ্যাত অভিনেত্রীর মৃত্যু


মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল অভিনেত্রী লি ফিয়েরোর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

হলিউডের জনপ্রিয় পরিচালক স্টিভেন স্পিলবার্গের সিনেমা (Jaws) জজ-খ্যাত অভিনেত্রী লি ফিয়েরোর মৃত্যুর পর শোকের ছায়া নেম এসেছে সিনে মহলে।

গত ৪০ বছর ধরে লি ফিয়েরো যেভাবে তাঁর অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, তাতে তাঁর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন কেভিন রায়ন।

লি ফিয়েরোর আগে কখনও জুলি বেনেট আবার কখনও অ্যানডরিউ জ্যাকের মৃত্যুর খবরে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। আবার কখনও গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত গায়ক অ্যাডাম স্কলেঞ্জারের মৃত্যুতেও শোক প্রকাশ করে শিল্পী মহল।

সবকিছু মিলিয়ে করোনা একের পর এক আক্রান্ত থেকে শুরু করে যেম মৃত্যুর মিছিল চলছে হলিউডে।

সূত্র : জিনিউজ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১