আপডেট : ০৫ April ২০২০
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৫টি দোকান। আজ রোববার ভোরে রামচন্দ্রপুর বাজার বড় মসজিদ মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। এত প্রায় এক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। সূত্র জানায়, ভোর ৬ টায় রামচন্দ্রপুর বাজারের মসজিদ মার্কেটের রাজুর মুড়ি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিস ও হোমনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়েছে দুলাল বনিকের মুদি দোকান, কালীপদের মুদি দোকান, আজাদ বেকারি, অজিত ঘোষের মিষ্টি দোকানসহ ১৫টি দোকান। মুরাদনগর ফায়ার সাভির্সের স্টেশন অফিসার বিল্লাল হোসেন বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১