আপডেট : ০৫ April ২০২০
কৃষি মন্ত্রণালয়ের এক আদেশে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ৬২ ট্রাক প্রায় এক হাজার ২০০ মেট্রিকটন ভারতীয় পাটবীজ আমদানি করা হয়েছে। বুড়িমারী স্থলবন্দর সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের এক আদেশে শনিবার বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ, বিজিবি, উদ্ভিদ সংগনিরোধ কর্তৃপক্ষ, স্বাস্থ্য বিভাগ ও আমদানিকারক ব্যবসায়ীদের সহায়তায় ভারতীয় পাটবীজের গাড়ী গ্রহণ ও খালাস করা হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ডিডি) মাহফুজুল ইসলাম শনিবার বিকালে পাটবীজ আমদানীর সত্যতা নিশ্চিত করে জানান, করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনা করে ও স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ওই দিনই রাত সাড়ে ১১টা পর্যন্ত পাটবীজবাহী ট্রাক থেকে বীজের বস্তা গুলো খালাস করা হয়। চালকদেরকে কোথাও যেতে দেয়া হয়নি এবং ভারতে পাঠানো হয়েছে।
জানা গেছে, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করে লালমনিরহাট জেলা প্রশাসন। এ কারণে কৃষিজ পণ্যসহ পাটবীজ বোঝাই ট্রাক গুলো ভারতের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা স্থলবন্দর এলাকায় আটকে ছিল এতদিন। অবশেষে সরকারি নির্দেশনায় কৃষিজ পণ্যসহ পাটবীজের ট্রাক গুলো দেশে আনা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১