আপডেট : ০৪ April ২০২০
চলমান করোনা প্রতিরোধে ভারতে লকডাউনের এই অবস্থায় ব্রেকফাস্ট থেকে ডিনার, সবই একা হাতে বানাচ্ছেন নীল নীতিন মুকেশের স্ত্রী রুক্মিণী। কুকিং তেমন না জানায় বিশেষ সাহায্য করতে পারছেন না নীল৷ সেই খেদই দূর করলেন সারপ্রাইজের আয়োজন করে৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড চলছে ডালগোনা কফির। হ্যান্ড বিটেন কফির এই সাউথ কোরিয়ান ভার্শনটি নীলের স্ত্রী খেতে চেয়েছিলেন, কিন্তু কাজের চাপে সময়ের অভাবে বানিয়ে উঠতে পারছিলেন না৷ সেই সুযোগটাই নিয়েছেন নীল, ব্রেকফাস্ট টেবিলে ডালগোনা কফি বানিয়ে স্ত্রীকে একেবারে চমকে দিয়েছেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সিই মুহূর্ত। নীল আরও জানিয়েছেন, যেভাবে মহিলারা সংসার ও বাইরের জগত সামলান, আক্ষরিক অর্থে তাঁদের সুপারউইমেনই বলা চলে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১