আপডেট : ০৪ April ২০২০
সংরক্ষিত বনের জমিতে স্থায়ী স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ায় হুমকির মুখে পড়েছে রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ। টেকনাফ মডেল থানায় গত বুধবার রাতে এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরিও করেছেন তিনি। এতে উল্লেখ করা হয়, সংরক্ষিত বনের মাটি কেটে বন বিভাগের সরকারি জমিতে স্থায়ী স্থাপনা নির্মাণ শুরু করে টেকনাফ পৌর সভার নাইট্যং পাড়ার আব্দুল গফুরের মেয়ে খুরশিদা বেগম ও স্বামী আবদুর রহিম প্রকাশ বড়ুয়া ড্রাইভার। একাধিকবার নিষেধ করার পরও নির্মাণ কাজ অব্যাহত রাখে। এতে এক পর্যায়ে গত ২৬ মার্চ দুপুরে টেকনাফ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল মনছুরসহ বন বিভাগের লোকজন অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ীর লোকজন পালিয়ে যায়। ঘটনাস্থল হতে নির্মাণ কাজে ব্যবহারের জন্য আনা ৩০০ ইট, ১০ কেজি রড ও ৩ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এরপর বিভিন্ন সময়ে নামে বেনামে মোবাইলে হুমকি আসতে থাকে রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদের উপর। শুধু তাই নয়, হুমকি দেওয়াসহ বন বিভাগের উপরমহলসহ বিভিন্ন মহলে তার বিরোদ্ধে মিথ্যা রটনা প্রচার করে সরকারি কাজে বাধা সৃষ্টি করছে তারা। বিভাগ সুত্রে জানা যায়, এতে ১০-১২ একর বনভূমি পুড়ে যায়। এসময় ৮০ থেকে ৯০টি আকাশ মনি গাছ পুড়ে যায়। যার মূল্য ৫০ থেকে ৬০ হাজার টাকার কাছাকাছি। অপরদিকে সরকারি বন বিভাগের বেশ কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বন বিভাগের কিছু লোকজন দীর্ঘদিন ধরে পাহাড়ে দখল, স্থাপনা নির্মাণ কাজে বাধা দিয়ে অর্থ আদায় করে থাকে বলে অভিযোগ করেন। এ বিষয়ে টেকনাফ বন রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ বলেন, টেকনাফ বন কর্মকর্তার অফিসের কয়েকশ গজের মধ্যে একাধিক স্থাপনা আমি দায়িত্ব নেওয়ার আগে হতে কিভাবে নির্মিত হয়েছে তা জানা নেই। তবে আমি দায়িত্ব নেওয়ার পর হতে বন বিভাগের জমি বেদখল হতে দেওয়া হবে না। যেখানেই অবৈধ স্থাপনা নির্মাণ করা হবে সেখানেই বাধা দেওয়া হচ্ছে। এতে একটি দুষ্টচক্র আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। এরাই পাহাড়ে আগুন ধরিয়ে সরকারি সম্পদ ধ্বংস করছে বলে জানান তিনি।
এদিকে গত ৩১ মার্চ সকালে অজ্ঞাতনামা লোকজন টেকনাফ গেইম রিজার্ভ পাহাড়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে বন বিভাগের লোকজন জন, বন পাহারা দল (সিপিজি) সদস্য ও ফায়ার সার্ভিস এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১