আপডেট : ০৪ April ২০২০
কোভিড-১৯ বা নভেল করোনা ভাইরাস যেন মৃত্যুর দূত হয়ে পৃথিবীতে এসেছে। সারাবিশ্বের ২০০ টিরও বেশী দেশে প্রতিদিন কেড়ে নিচ্ছে হাজারো প্রাণ। মৃত্যুক্ষুধা যেন থামছেই না এই যমদূতের। এখন পর্যন্ত ভাইরাসটি কেড়ে নিয়েছে ৫৯ হাজার ১৫৯ জন মানুষের জীবন। এই ভাইরাসে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৯৮ হাজার ৩৯০ জন। বিশ্বের অন্তত ২০৫টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা। এদিকে আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ৭৭ হাজার ১৬১ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ৩৯২ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ হাজার ৩২১ আক্রান্ত হন। লাশের পাহাড়ে পরিণত হয়েছে ইউরোপের দেশ ইতালি। এখন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে। মোট ১৪ হাজার ৬৮১ জন প্রাণ হারিয়েছেন এই মরণঘাতী ভাইরাসের ছোবলে। স্পেনে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৭১০ জন, জার্মানিতে ৮৯ হাজার ৮৩৮ জন, চীনে ৮১ হাজার ৬২০ জন, ফ্রান্সে ৬৪ হাজার ৩৩৮ জন এবং ইরানে ৫৩ হাজার ১৮৩ জন। এদিকে ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ১২০ জন। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা এখন ৬ হাজার ৫০৭ জন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১