বাংলাদেশের খবর

আপডেট : ০৩ April ২০২০

নিস্তব্ধ ফ্রান্স, একদিনেই মৃত্যু ১৩৫৫ জনের


প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসে ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। একদিনেই ঝরে গেছে ১ হাজার ৩৫৫ জনের প্রাণ। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৩৮৭ জনে।

ফ্রান্সের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মৃতদের মধ্যে ৪৭১ জন হাসপাতালে এবং ৮৮৪ জন বৃদ্ধাশ্রমে মারা গেছেন। খবর ফ্রান্স২৪’র।

ফ্রান্সের দক্ষিণের মগিন্স শহরে এক বাড়িতেই মারা গেছেন ১৯ জন। সামরিক হেলিকপ্টরে দুর্গত শহরটির বাসিন্দাদের নেয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে।

প্যারিসের অবস্থাও নাজুক। দেখা দিয়েছে আইসিইউ সঙ্কট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইউরোপের দেশগুলোতে প্রাণহানি সবচেয়ে বেশি ষাটোর্ধদের।

শুধু দক্ষিণাঞ্চলই নয়, কয়েকশ মানুষের প্রাণহানিতে, রাজধানী প্যারিসের অবস্থায় ক্রমেই শোচনীয় রূপ নিচ্ছে। আইসিইউতে ভর্তি সাড়ে ৬ হাজারের বেশি।

দ্রুতগতির ট্রেনে ফ্রান্সের পশ্চিমাঞ্চলের অপেক্ষাকৃত কম আক্রান্ত ব্রিট্যানি এলাকার হাসপাতালগুলোতে নেয়া হচ্ছে গুরুতর অসুস্থদের। অবস্থা এতটাই নাজুক যে অনেকে পাঠিয়ে দেয়া হয়েছে, জার্মানি, লুক্সেমবার্গ এমনকী সুইজারল্যান্ডেও।

প্যারিসে প্রতিদিনই ১৫০ আইসিইউ বেড দরকার। রোগীকে ট্রেন ও হেলিকপ্টারে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিতে হচ্ছে। সংক্রমনের ভয়ে অনেক চিকিৎসা কর্মী কাজ ছেড়ে দিচ্ছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১