আপডেট : ০৩ April ২০২০
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় উত্তরন ফাউন্ডেশন ও মিরা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দেড় হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দৌলতদিয়ার যৌনজীবি ও হিজড়া এবং শুক্রবার গোয়ালন্দ শহরে হতদরিদ্রদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। ত্রাণ কার্যক্রমের সমন্বয়ক ও লোটাস কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মামুনুর রশিদ জানান, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সারা দেশের ন্যায় গোয়ালন্দেও কড়াকড়িভাবে লকডাউন চলছে। বন্ধ করে দেয়া হয়েছে দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লী। এতে আয় রোজগার বন্ধ হয়ে যৌনজীবি, হিজড়া ও অন্যান্য দরিদ্র মানুষ চরম বিপাকে পড়েছেন। তাদের দূর্দশা কিছুটা লাঘবে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এ ত্রাণ দেওয়া হয়। আগামীতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
ত্রাণের প্রতি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল ও আধা কেজি করে লবন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১