বাংলাদেশের খবর

আপডেট : ০৩ April ২০২০

করোনায় অপর্যাপ্ত প্রস্তুতির প্রতিবাদে মার্কিন নার্সদের বিক্ষোভ


মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর অপর্যাপ্ত প্রস্তুতি প্রতিবাদে বিক্ষোভ করেছেন দেশটির নার্সরা।
আমেরিকার ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, ক্যানসাস, নেভাদা এবং টেক্সাস অঙ্গরাজ্যে এই বিক্ষোভ হয়েছে। আমেরিকায় এরইমধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪৫ হাজার ছাড়িয়ে গেছে।

১৯টি রেজিস্টার্ড হাসপাতালে নার্সদের সংগঠন ন্যাশনাল নার্সেস ইউনিয়ন এ বিক্ষোভের আয়োজন করে। ইউনিয়ন দাবি, হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সেবা দেয়ার জন্য তাদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার জন্য বিভিন্ন চিকিৎসা সামগ্রী ও সরঞ্জামের ব্যবস্থা করতে হবে।

তারা বিভিন্ন গণমাধ্যকে জানিয়েছে, ভাইরাস আক্রান্ত কোনো রোগীকে সেবা দিতে গেলে নার্সদের ব্যক্তিগত সুরক্ষা অপরিহার্য।

গতকাল (বৃহস্পতিবার) অন্তত ছয়টি হাসপাতালের বাইরে নার্সরা বিক্ষোভে অংশ নেন। সেসময় অবশ্য তারা সোশ্যাল ডিস্ট্যান্স রক্ষা করে।

ন্যাশনাল নার্সেস ইউনিয়নের মুখপাত্র ব্রাডলি ভ্যান ওয়াউস বলেন, “যখন নার্স ও রোগীরা সুরক্ষিত নন তখন আমরা নার্সদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।“

তিনি বলেন, আমেরিকার সবচেয়ে নামিদামি হাসপাতালগুলোতেও নার্সদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নেই, এটি দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১