আপডেট : ০২ April ২০২০
২০১৯ সালের শেষদিকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মহামারির ভয়াবহতা সম্পর্কে ইচ্ছাকৃতভাবে লুকিয়েছে চীন। মার্কিন এক গোয়েন্দা রিপোর্টে এ দাবি করা হয়। হোয়াইট হাউজের জন্য এই রিপোর্ট তৈরি করেছিল গোয়েন্দারা। বুধবার প্রতিদিনকার ব্রিফিংয়ে গোয়েন্দাদের এই তথ্য মেনে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্র : ব্লুমবার্গ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা যা দেখেছি এবং যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাতে মনে হচ্ছে সংখ্যাটা অনেক কম। ওই প্রতিবেদনে বলা হয়েছে যে, চীনে যে পরিমাণ আক্রান্ত ও মৃত্যু হয়েছে তা ইচ্ছাকৃতভাবেই লুকিয়েছে চীন। চীন থেকে ছড়িয়ে পড়া এই করোনাভাইরাস মহামারিতে এখন পর্যন্ত ৮২ হাজার ৩৬১ জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে তিন হাজার ৩১৬ জনের। বিপরীতে ইতালিতে ১৩ হাজারের বেশি এবং স্পেনে ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। খোদ যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা দুই ১৫ হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে সাড়ে চার হাজারের বেশি মানুষের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১