বাংলাদেশের খবর

আপডেট : ০২ April ২০২০

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৮৮৪ জনের মৃত্যু


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে আরও ৮৮৪ জন প্রাণ হারিয়েছে। জন হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে বৃহস্পতিবার এতথ্য জানিয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনের হিসেবে দেশটিতে এটিই সর্বোচ্চ মৃতের সংখ্যা।

এর আগে গত ২৭ মার্চ ইতালিতে একদিনে সর্বোচ্চ ৯৬৯ জনের মৃত্যু হয় করোনার সংক্রমণে। একদিনে বিশ্বে কোনও দেশের জন্য সর্বোচ্চ মৃত্যু সংখ্যা এটিই।

হপকিন্স কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এখন ৪ হাজার ৬শ'র বেশি। মৃতের সংখ্যা বাড়ার পাশাপাশি একদিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৫ হাজার ২০০। সবমিলিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৩৭২ জনে।

হোয়াইট হাউস করোনাভাইরাস টাস্কফোর্সের ধারণা, করোনায় দেশটিতে এক লাখ থেকে দুই লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হতে পারে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে। এরপর তা ছড়িয়েছে সারাবিশ্বে। এই ভাইরাসে মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়ানোর পাশাপাশি আক্রান্ত ৯ লাখ ছাড়িয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১