আপডেট : ০১ April ২০২০
প্রাণঘাতি করোনা প্রতিরোধে দেশব্যাপী চলমান হোম কোয়ারেন্টিন নিশ্চিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। হোম কোয়ারেন্টিন না মেনে দল বেধে মাঠে ফুটবল খেলা বন্ধ করতে গাজীপুর জেলা পুলিশ নিয়েছে অভিনব পন্থা। যুব সমাজকে ঘরে রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে তাদের মাঝে বিতরণ করা হয়েছে বই। সহকারি পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন তাদের হাতে বই তুলে দেন। এসময় তাদের ও তাদের পরিবারকে সচেতন থেকে সরকারি নির্দেশনা মেনে ঘরে বসে বই পড়ে সময় কাটানোর পরামর্শ দেন। এ সময় কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মো. সানোয়ার জাহান ও ওসি (অপারেশন) মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১