বাংলাদেশের খবর

আপডেট : ০১ April ২০২০

করোনা প্রাণ কেড়ে নিল ভারতীয় বংশোদ্ভূত ভাইরোলজিস্টের


প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ভাইরাস বিশেষজ্ঞ (ভাইরোলজিস্ট) ভারতীয় বংশোদ্ভূত গীতা রামজি (৬৪)।

কিছুদিন আগে লন্ডন থেকে দক্ষিণ আফ্রিকায় ফিরেন তিনি। আর সেখানেই তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

ভাইরোলজিস্ট গীতা রামজি দক্ষিণ আফ্রিকার মেডিকেল রিসার্স কাউন্সিলের এইচআইভি প্রিভেনশন রিসার্সের বিভাগীয় কর্মকর্তা ছিলেন।

সংস্থাটির সিইও গ্লেনডা গ্রে জানিয়েছেন, প্রফেসর রামজির মৃত্যুতে তারা শোকাহত। কোভিড-১৯ উপর্সগ নিয়ে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

২০০৮ সালে এইচআইভি নিয়ে গবেষণায় দারুন সফলতা দেখিয়েছেন গীতা রামজি। এই কৃতিত্বের জন্য লিসবনের প্রথম নারী এইচআইভি গবেষক হিসেবে তাকে সম্মাননা দেয় ইউরোপিয়ান ডেভালপমেন্ট ক্লিনিক্যাল ট্রায়ালস পার্টনারশিপ (ইডিসিটিপি)।

নারীদের এইডস সচেতনতা নিয়ে দীর্ঘদিন কাজ করার সময় তিনি বলতেন, 'এইচআইভির মতো মহামারী থেকে বাঁচতে বিশ্বকে প্রত্যয়ের সঙ্গে লড়তে হবে'।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১