বাংলাদেশের খবর

আপডেট : ০১ April ২০২০

করোনামুক্ত টম হ্যাঙ্কস ও রিটা উইলসন এখন যুক্তরাষ্ট্র্রে


প্রাণঘাতী মহামারী করোনামুক্ত হয়ে হলিউড তারকা টম হ্যাঙ্কস ও রিটা উইলসন অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্র্রে ফিরেছেন।

টুইটারে টম হ্যাঙ্কস লিখেছেন, আমরা এখন ঘরে। আর সব আমেরিকানদের মতো ছাদের নিচে আশ্রয় নিয়েছি এবং সামাজিক দূরত্ব বজায় রাখছি। অস্ট্রেলিয়ার সবাইকে ধন্যবাদ যারা আমাদের দেখাশোনা করেছেন। তাদের যত্ন এবং পরামর্শের কারণেই যুক্তরাষ্ট্রে ফিবতে পারলাম। যারা শুভকামনা জানিয়েছেন তাদেরকেও অনেক ধন্যবাদ।

ওয়ার্নার ব্রাদারস প্রযোজিত গায়ক এলভিস প্রেসলির উপর একটি ছবির কাজের জন্য অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে গিয়েছিলেন সস্ত্রীক টম হ্যাঙ্কস। সেখানে চলছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। দিন কয়েক ধরে হ্যাঙ্কস এবং রিটা অসুস্থ বোধ করছিলেন। জ্বরের পাশাপাশি সারা শরীরে ব্যথাও ছিল। এই পরিস্থিতিতে নিজেরা সতর্ক হয়েই কভিড-১৯ পরীক্ষা করান তারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১