বাংলাদেশের খবর

আপডেট : ৩১ March ২০২০

ভোলায় করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসকের ফান্ড গঠন


দেশে চলমান করোনা পরিস্থিতি সামাল দিতে দিন মজুর শ্রমজীবী মানুষের আহার ও বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য ভোলায় বিশেষ তহবিল গঠন করেছেন জেলা প্রশাসক। এ তহবিলে অনুদান পাঠানোর জন্য সোনালী ব্যাংক ভোলা শাখায় “করোনা ভাইরাস প্রতিরোধে স্বেচ্ছায় অনুদান” নামে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। যার নং- ০৪০১০০২০০০৯২৩।

এ নাম্বারে যে কেউ অনুদান প্রদান করতে পারেব। আর এ অনুদনের টাকা দেশে চলমান পরিস্থিতিতে দিনমজুর ও শ্রমজীবী মানুষের জন্য আহার এবং মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ করোনা সংক্রান্ত কাজে খরচ করা হবে।

আজ মঙ্গলবার এ ফান্ডে নগদ এক লাখ টাকা অনুদান প্রদান করেছে বেসরকারি এনজিও সংস্থা কোস্ট ট্রাস্ট।

ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, দেশে চলমান করোনা পরিস্থিতিতে বিশেষ করে যারা দিন মজুর তারা খুব অসহায় হয়ে পড়েছে। ভোলা জেলাটি উপকূলীয় অঞ্চলে হওয়ায় এখানকার শ্রমজীবী মানুষ খুব কষ্টে দিন কাটাচ্ছে। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে প্রায় ১০ হাজার শ্রমজীবীকে খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে। এর পরও তাদের পরিপূর্ণভাবে খাদ্য সহায়তাসহ বিভিন্ন সেবা দেয়ার জন্য এ ফান্ড গঠণ করা হয়েছে। এ ফান্ডের টাকা শুধু করোনা সম্পর্কিত কাজে ব্যবহার করা হবে। তাই দেশের এ পরিস্থিতিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১