আপডেট : ৩১ March ২০২০
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে করোনা উপসর্গ নিয়ে যারা মারা গেছেন, তারা করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে করোনা ভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, সারা দেশে গত কিছুদিনে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে যারা মারা গেছেন তাদের কেউ করোনো ভাইরাসে আক্রান্ত ছিলেন না। এ ধরণের উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তাদের সবার নমনুা সংগ্রহ করে পরীক্ষায় নিশ্চিত হয় মৃতদের কেউই করোনায় আক্রান্ত নন। সংবাদ সম্মেলনে ফ্লোরা আরও জানান, দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫১ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন পাঁচ জন। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরো ৬ জন। ফলে সুস্থ হওয়া রোগীর সংখ্যা এখন ২৫ জন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১