আপডেট : ৩১ March ২০২০
গোয়ালন্দে মাদকাসক্ত ছেলের অত্যাচার সাইতে না পেরে বাবার অভিযোগের প্রেক্ষিতে পাভেল সরদার (২৫) নামের এক যুবককে ৩ মাসের কারাদণ্ড দেয় হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) গোয়ালন্দ পৌরসভার ঘোনাপাড়া মহল্লার অভিযুক্তের বাবা নুরুল আলম সরদারের অভিযোগের প্রেক্ষিতে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, পাভেল দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক সেবন করে আসছিল। তার পরিবার তার মাদক থেকে বিরত রাখতে নানা ভাবে চেষ্টা করে ব্যার্থ হয়। বরং সে মাদক সেবন বন্ধ না করে ঘরের বিভিন্ন মূল্যবান সামগ্রী জোর করে নিয়ে বিক্রি করে মাদকের টাকা যোগার করে। তিনি জানান, এক পর্যায়ে মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের মারপিট করতে শুরু করে। এ পরিস্থিতিতে পাভেলের বাবা বাধ্য হয়ে মঙ্গলবার (৩১ মার্চ) নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতে মাদোসক্ত অবস্থায় পাভেলকে আটক করে। পরে তাকে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়ে রাজবাড়ীর কারাগারে প্রেরণ করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১