আপডেট : ৩১ March ২০২০
নেত্রকোণার কলমাকান্দায় করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দুস্থ ও অসহায় ১ হাজার ৫০০টি পরিবারের মধ্যে এমপি মানু মজুমদারের নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অপরদিকে ওই দিনই স্থানীয় এমপির দিকনির্দেশনায় ইউপি নেতাকর্মীগণ খাদ্য সামগ্রী দুস্থ ও অসহায় পরিবারের সবার ঘরে ঘরে পৌঁছে দেন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার আওয়ামী লীগের কার্যালয়ে স্থানীয় এমপি মানু মজুমদার এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। কলমাকান্দার ৮টি ইউনিয়নের অসহায় পরিবারের ১ হাজার ৫০০ টি পরিবারের মধ্যে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু ও অন্যান্য সামগ্রীসহ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, বীর মুক্তিযোদ্ধা সুলতান গিয়াস উদ্দিন, জেলা পরিষদের সদস্য ইদ্দিস আলী তালুকদার, আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান ইসলাম উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরু প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১