বাংলাদেশের খবর

আপডেট : ৩১ March ২০২০

বাবার লাশ দেখতে এসে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩


বাবার লাশ দেখতে আসার পথে প্রাইভেটকার খাদে পড়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে চট্টগ্রাম থেকে নবীনগর আসার পথে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার অন্তর্গত কোরবানপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত‍রা হলেন নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপার গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৭) এবং তার স্ত্রী পারভীন আক্তার। এবং গাড়ীর চালক আব্দুর রহমান (২৮) নোয়াখালী কবিরহাট উপজেলার সোনাদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে।

এর আগে নিহত পারভীনের বাবা বাঘাউরা দক্ষিণ পাড়ার আবু বক্কর সিদ্দিক (৭০) ঢাকা চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে স্ট্রোক করে মারা যান। নিহত বাবাকে দেখতে পারভীন তার স্বামীকে নিয়ে চট্টগ্রাম থেকে নবীনগর বাবার বাড়ি আসার পথে দ‍ুর্ঘটনার শিকার হন।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১