বাংলাদেশের খবর

আপডেট : ৩০ March ২০২০

নারায়ণগঞ্জে মাস্ক বিতরণে সংঘর্ষ, শিশুসহ আহত ১০


চলমান মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি সহায়তায় সুরক্ষা সামগ্রী বিতরণকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১০ জন নারী ও শিশু।

সোমবার (৩০ মার্চ) দুপুর বারোটার দিকে আড়াইহাজার উপজেলার দুর্গম চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় তাজি মাতব্বর ও ৪নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইব্রাহিম গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় শেখ ফরিদ (২৫), আলতাফ (২২), জুলি (২২) ও নাদিরা (১০) নামের এক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় বিভিন্ন স্বাস্থ্য সেবাকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।

আহতদের মধ্যে নাদিরা নামে দশ বছরের এক শিশুর মাথায় টেঁটাবিদ্ধ হয়েছে এবং তার বোন জুলির মাথা ইটের আঘাতে থেঁতলে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তারা একই এলাকার জোহর আলীর মেয়ে।

কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাসস থেকে এলাকাবাসীকে সুরক্ষা করতে গত তিন দিন আগেই মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। এ নিয়ে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তিনি দাবি করেন, দুই পক্ষের ব্যক্তিগত ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে সংঘর্ষ হয়েছে।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) আমীর হোসেন গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১