বাংলাদেশের খবর

আপডেট : ৩০ March ২০২০

করোনায় যুক্তরাষ্ট্রে ২ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা!


চলমান মহামারী করোনা ভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করতে পারে। আক্রান্ত হতে পারে লাখ লাখ মানুষ। মারা যেতে পারে ২ লাখের বেশি মানুষ। দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ রোববার এই সতর্কবার্তা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউট এর ডিরেক্টর এন্থনি ফাউসি সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, করোনার কারণে যুক্তরাষ্ট্রে ১ লাখ থেকে ২ লাখ মানুষের মৃত্যু হতে পারে।

পাশাপাশি নিউ ইয়র্ক, নিউ অরলিন্স এবং আরও বড় শহর গুলোতে শিগগিরই চিকিৎসা সরঞ্জাম ফুরিয়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

মহামারী করোনা ভাইরাসে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে বিশ্বের যেকোন দেশের থেকে সর্বোচ্চ এক লাখ ৪২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। তবে দেশটিতে করোনায় মৃত্যুর হার কম। এখন পর্যন্ত মারা গেছে ২ হাজার ৪৮৪ জন।

সূত্র : বিবিসি, সিএনএন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১